প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:১১:৫২ প্রিন্ট সংস্করণ
বিবাহবহির্ভূতভাবে নিজ বিভাগের ছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন ও ক্যাম্পাসের শিক্ষকদের এপার্টমেন্টে ছাত্রীর সাথে অবস্থান করার দায়ে অভিযুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এইচ. এম. মোস্তাফিজুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন শাখার এক নোটিশ হতে এই বিষয়ে জানা যায়।
নোটিশে বলা হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এইচ. এম. মোস্তাফিজুর রহমান (সাময়িক বরখাস্তকৃত) এর বিরুদ্ধে একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একজন নারী শিক্ষার্থী কর্তৃক আনীত অভিযোগ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা,২০০৮ এর বিধি ৩(৩.১) (ঝ) এবং (ঠ) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ২(খ) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন,২০০১ এর ধারা ৪৭(৮) এর সুস্পষ্ট লঙ্ঘন। আইন অনুযায়ী কেন আপনাকে চাকরিচ্যুত/চাকুরি হতে বরখাস্ত করা হবে না তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর প্রেরণ করার নির্দেশ প্রদান করা হলো। একই সাথে আত্মপক্ষ সমর্থনে যদি কোন বক্তব্য থাকে তাও অত্র কারণ দর্শানো নোটিশের জবাবে লিখিত আকারে উপস্থাপনের বিষয়ে নোটিশে বলা হয়েছে।
নোটিশে অভিযোগের বিষয়ে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক এইচ. এম. মোস্তাফিজুর রহমান অভিযোগকারী শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক প্রেমের সম্পর্কে জড়িয়ে প্রতারণা করে অসদাচরণ করেছেন। অভিযোগকারী শিক্ষার্থীর সাথে প্রতারণার আশ্রয় নিয়ে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে জড়িয়ে নৈতিক স্খলন ঘটিয়েছেন।অভিযোগকারী শিক্ষার্থীকে নিয়ে নোবিপ্রবি ক্যাম্পাসে অবস্থিত শিক্ষক এপার্টমেন্ট ‘শঙ্খচিল’ এ অনৈতিক উদ্দেশ্যে অবস্থান করে অসদাচরণ এবং নৈতিক স্খলন ঘটিয়েছেন।অভিযুক্ত শিক্ষক এইচ. এম. মোস্তাফিজুর রহমান নিজে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ২দিন পূর্বে(৯ অক্টোবর, ২০২৪) প্রতারণার আশ্রয় নিয়ে অভিযোগকারী শিক্ষার্থীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে নৈতিক স্খলন ঘটিয়েছেন।