প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:১২:৪৩ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটে কোর্ডেকের স্মার্ট প্রকল্পের অবহিত করণ কর্মশালা অনুস্ঠিত হয়েছে। বুধবার সকালে কোর্ডেক ট্রেনিং সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তেকে এই কর্মশালার উদ্বোধন করেন, বাগেরহাটের জেলা প্রমাসক আহম্মেদ কামরুল হাসান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাকেন উপজেলা নির্বা৮হী কর্মকর্তা ডা: সঞ্জিব দাস, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আসাদুর রহমান, পিডব্লিউডির ষ্টাফ অফিসার মনিরুজ্জামান, কোর্ডেকের ফোকাল পারসোন সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি উদ্দোক্তা ও কোর্ডেকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।