দেশজুড়ে

মোরেলগঞ্জে এক শিক্ষকের বসত বাড়ি, দোকান ঘর আগুনে পুড়ে ছাই

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৪৭:১৬ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে এক শিক্ষকের বসত বাড়ী দোকান ঘর আগুনে পুড়ে ছাই

বাগেরহাটে মোরেলগঞ্জে শৌলখালী বাজারে গভীর রাতে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বসত বাড়িতে অগ্নিকান্ডে বাড়ির সামনে থাকা ছোট ভাইয়ের দোকানের মালামাল গুদাম ঘর পুড়ে ছাই। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার ভোর রাতে হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী বাজারে স্কুল শিক্ষক প্রবীর কুমার মন্ডলের বাড়িতে।

ঘটনার একদিন পরে বৃহস্পতিবর মোরেলগঞ্জ থানার ওসি রাকিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত স্কুল শিক্ষক প্রবীর কুমার মন্ডল ও তার ছোট ভাই মিহির কুমার মন্ডল জানান, প্রতিদিনের ন্যায় রাত ১০টার দিকে শৌলখলী বাজারে স্কুল শিক্ষক তার বসত বাড়ির সাথেই ছোট ভাই মিহির কুমারের কসমেটিক্সকের দোকান বন্ধ করে তার গ্রামের বাড়িতে চলে যায়। ওই দিন রাত সাড়ে ৩টার দিকে তার বড় ভাই শিক্ষক প্রবির কুমার শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখে আগুনের ধোয়া।তাৎক্ষনিক তিনি ডাক চিৎকার দিলে আসেপশের লোকজন ছুটে এসে মসজিদের মাইক থেকে আগুন লাগার সংবাদ প্রচার করে এবং নিকটস্থ কচুয়ার ফায়ার সর্ভিসকে সংবাদ দেয়।ফায়র সার্ভিস টিম ঘটনাস্থলে পৗছানোর পূর্বেই স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষনে দোকান ও গুদামঘর স্কুল শিক্ষকের বসতবাড়ির বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ৪টি ফ্রিজ কসমেটিক্স এর বিভিন্ন মালামাল পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ভুক্তভোগীরা জানান।তবে বৈদ্যতিক সট সার্কিট বা রান্নাঘর থেকেব আগুন লাগেনি। অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে তারা কিছইু বলতে পারেনি। 

শিক্ষক প্রবির মন্ডল আরও বলেন, গত বছর ৬ আগষ্ট গভীর রাতে পেট্রল দিয়ে দরজা ভেঙ্গে দুবৃত্তরা তার গ্রামের বাড়িতে ঢুকে স্বণালংকার মালামাল নিয়ে যায়। এ ঘটনার পর নতুন করে আবার অগ্নিকান্ডের ঘটনা ঘটল। 

বুধবার সকালে হোগলাপাশা ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম ফরিদ,ও সাবেক চেয়ারম্যান মো. মেফিজুল হক ও স্থানীয় জামায়াত ও বিএনপির বিভিন্ন নেত্রীবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সম্পর্কে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাকিবুল হাসান বলেন,  শৌলখালী বাজারে শিক্ষকের বাড়িতে অগ্নিকান্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।