চট্টগ্রাম

ক্রিকেট খেলার জেরে মসজিদে ঢুকে হামলার আসামী ইমন গ্রেফতার 

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:২৬:৫২ প্রিন্ট সংস্করণ

ক্রিকেট খেলার জেরে মসজিদে ঢুকে হামলার আসামী ইমন গ্রেফতার 

দেবীদ্বারে শবে বরাত রাতে দুই গ্রুপের সংঘর্ষে মসজিদে হামলা ও ভাংচুরের ঘটনা মামলার আসামী আরিফুল ইমন ( ২২) নামের এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ফতেহাবাদ নয়াকান্দির এলাকার মালু মিয়ার ছেলে। এ মামলায় মোট- ২১ জন কে আসামি করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন,দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ। জানা যায়, কয়েক মাস পূর্বে  দুই- পক্ষের মাঝে ক্রিকেট খেলা নিয়ে ঝগড়ার জের ধরে গত ১৪ ফেব্রুয়ারী শুক্রবার পবিত্র শবে বরাত রাতে দেবীদ্বার উপজেলার পৌরসভার ফতেহাবাদ দক্ষিণ পাড়া সাবেক কাশেম কমিশনার এর বাড়ির বায়তুল আকসা মসজিদে মুসুল্লিরা নামাজরত অবস্থায় চলাকালে অতর্কিত ভাবে হামলা ও ভাংচুর করে দূর্বৃত্তরা।  এতে আহত হন ৪ জন। এর মধ্যে গুরুতর আহত হন মসজিদ কমিটির সভাপতি মুদি দোকানদার মো. ইব্রাহিম। সে আশংঙ্কাজনক অবস্থায় এখনো লাইফসার্পোটে ভর্তি। 

এদিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- আসামী আরিফুল ইসলাম ইমনকে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়, পরে কুমিল্লা আদালতে পাঠানো হয় এবং বাকী আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

আরও খবর

Sponsered content