রাজশাহী

বিধিনেষেধ বাস্তবায়নে কাহালুতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত

  প্রতিনিধি ৪ জুলাই ২০২১ , ৭:১৫:২১ প্রিন্ট সংস্করণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি :

লকডাউনের ৪র্থ দিন রোববার সকাল থেকেই বগুড়ার কাহালু পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের হাট বাজারে গিয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।

স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যক্তির ১১শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ যাকারিয়া রানা, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন, এস আই মেহেদী হাসান প্রমুখ।

এছাড়া, মুরইল বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ডাক্তার এম এমদাদুল হক মিলন (৪৩) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। মিলন কাহালু উপজেলার ভালতা গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র। সে মুরইল বাসস্ট্যান্ডে দাঁতের ডাক্তার হিসেবে দীর্ঘদিন ধরে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল।

আরও খবর

Sponsered content

Powered by