দেশজুড়ে

রমজানের শুরুতে এতিম শিক্ষার্থীদের সেনাবাহিনীর ইফতার সামগ্রী উপহার

  প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ৭:২৬:৪০ প্রিন্ট সংস্করণ

রমজানের এতিম শিক্ষার্থীদের সেনাবাহিনীর ইফতার সামগ্রী উপহার

সিয়াম সাধনার মাস “পবিত্র মাহে রমজান” পবিত্র মাহে রমজানের শুরুতেই বান্দরবান জেলা সদরের বিভিন্ন এলাকায় বসবাসকৃত দুঃস্থ, অসহায় পরিবারের সদস্য এবং জেলা সদরেরব ১২ টি এতিমখানার ৪৭১ জন সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে রমজানের ইফতার সামগ্রী সম্বলিত উপহারের  প্যাকেট।

বর্তমান বাজরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির মাঝে মাহে রমজান উপলক্ষে  সেনাবাহিনীর পক্ষ হতে ইফতার সামগ্রী উপহার পাওয়ায় খুশি আগত সুবিধাভোগী জনসাধারণ। 

শনিবার (১লা মার্চ) সকালে বান্দরবান সেনা রিজিয়ন মাঠে,৬৯ পদাতিক  ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলা সদরের বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থ শতাধিক পরিবারের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ করেন বান্দরবান রিজিয়নের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর পারভেজ রহমান।

এসময় সাধারন মানুষের যে কোন প্রয়োজনে সেনাবাহিনী তাদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন বান্দরবান রিজিয়নের জিএসও-২ মেজর পারভেজ রহমান।

এদিকে একই দিনে বিকেলে বান্দরবান সেনা জোনের পক্ষ হতে পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা সদরের ১২ টি এতিমখানার ৪৭১ জনের জন্য রমজানের ইফতার সামগ্রী উপহারের প্যাকেট তুলে দেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান। 

এ সময় এতিম খানা হতে আগত প্রতিনিধি গনের হাতে রমজান মাস উপলক্ষে  ছোলা-৪১৯ কেজি,মুড়ি – ১৭০ কেজি,খেজুর -১৩৫ কেজি,চিনি -৬৩৭ কেজি,মশুর ডাল- ৬৩৭ কেজি,সয়াবিন তেল – ৬৩৭ প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সেনা জোন কমান্ডার এ এস এম মাহমুদুল হাসান  বলেন সামনে আসন্ন রমজান মাস উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ হতে এই ক্ষুদ্র উপহার আপনাদের হাতে তুলে দিতে পেরে আনন্দিত।তিনি বলেন আমরা প্রতি বছরই চেস্টা করি পূর্বের বছর থেকে ভালো কিছু আপনাদের হাতে তুলে দেয়ার।

তিনি বলেন জেলার সকল সম্প্রদায়,সকল ধর্মের মানুষের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় সেনাবাহিনী সবসমই তাদের পাশে আছে। 

বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার সকল জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে।

এসম উপস্থিত ছিলেন, জোন উপ অধিনায়ক, মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, জোন ষ্টাফ অফিসার, ক্যাপ্টেন আরমান আজিজ সহ সেনা কর্মকর্তা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আরও খবর

Sponsered content