প্রতিনিধি ৬ মার্চ ২০২৫ , ৩:৪৬:২৬ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোল্লাহাটে গভীর রাতে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। গভীর রাতে মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা দক্ষিন পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এসময় গৃহকর্তা ফাহিম আহম্মেদ কামরানকে পিটিয়ে আহত করা হয়।
ঘরে থাকা মালামাল ও নগদ টাকা নিয়ে যায় দুস্কৃতিকারীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।