প্রতিনিধি ৬ মার্চ ২০২৫ , ৪:১০:১৫ প্রিন্ট সংস্করণ
নাটোরের সিংড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও লালোর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রিপন খান।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।