ঢাকা

ডিসিগণকে প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব বাতিলের দাবিতে গোপালগঞ্জে আইইবি’র মানববন্ধন

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২২ , ৭:৩২:৩৪ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি:

 

“ডিসিগণকে শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে বাতিলের দাবিতে গোপালগঞ্জে আইইবি’র মানববন্ধন” কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)। মানববন্ধনে জেলায় বিভিন্ন দপ্তরে নিয়োজিত প্রকৌশলীগণদের পক্ষে বক্তব্য রাখেন গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক।

 

এ সময় তিনি দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ১৮ জানুয়ারি তারিখের স্মারক নং – ০৫.০০.০০০০.১৪১.৯৯.০০১.২১.০৩ মূলে জারিকৃত পত্রের মাধ্যমে ডিসিগণকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত আদেশ অবিলম্বে বাতিল করতে জোর দাবি জানানো হয়। অন্যথায়, দেশের লক্ষধিক প্রকৌশলীদের প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) প্রকৌশলীদের সাথে নিয়ে কর্মবিরতি সহ আরো কঠোর আন্দোলন কর্মসূচী গ্রহণ করার হুঁশিয়ারী দেন। ঘণ্টাব্যাপী চলমান এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন গোপালগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ, তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, সওজ’র নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এছাড়াও উক্ত মানববন্ধনে গোপালগঞ্জ গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী দীপক চন্দ্রশীল, উপসহকারী প্রকৌশলী তন্ময় কর্মকার, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার ইকরামুল কবির, সদর উপজেলা প্রকৌশলী এস এম জাহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী রবিউল হোছাইন, সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মীর শাহীনুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী বি এম ইছানুল কবীর, উপবিভাগীয় প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী সুব্রত সাহা সহ জেলায় অবস্থিত বিভিন্ন দপ্তরের অন্যান্য প্রকৌশলীগণ ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by