রংপুর

নাগেশ্বরীতে ৪ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২০ , ৬:২৫:০২ প্রিন্ট সংস্করণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ৪ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন ও প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে উপজেলা পর্যয়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংর্বধনা, সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কাজে সফলতা অর্জন করায় উপজেলা পর্যায়ে ২০২০ শ্রেষ্ঠ জয়িতা হিসেবে মনোনিত ৪ নারী হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নাগেশ্বরী হিরারকুটি গ্রামের সাইফুর রহমানের স্ত্রী নুর হাসনা, সফল জননী বামনডাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী ইনুফা বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যম শুরু করেছেন রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের শাহিনুর ইসলামের স্ত্রী জান্নাতুন ফেরদৌসী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন কচাকাটা ইউনিয়নের উত্তর কাটা জালাস গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী সাহিদা বেগম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার নিখিল চন্দ্র বর্মন, কৃষি অফিসার রাজেন্দ্র নাথ রায়, বিআরডিবি’র এআরডিও লোকমান হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by