দেশজুড়ে

আশুলিয়ায় ধান কেটে ঘরে তুলে দিলো যুবলীগ

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২১ , ৭:৩৩:৪৮ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া প্রতিনিধি:

আশুলিয়ায় কৃষকের প্রায় এক বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলেন আশুলিয়া থানা যুবলীগ। সোমবার সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন তাজপুর এলাকার কৃষক আয়নাল গায়েনের জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন নেতাকর্মীরা।

আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মো. কবির হোসেন সরকার ও যুগ্ম-আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমীন সরকার, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ আলমগীর কবির মন্ডল ও যুবলীগ নেতা মোঃ মাহাবুব সরকার।

এছাড়া এই কর্মসূচিতে আরো অংশগ্রহণ করেন, মোঃ আমিনুর সরকার, মোঃ রাজন ভুঁইয়া, মোঃ রিয়াজ পালোয়ান, পবিত্র দাশ, মোঃ কানন মোল্লা ও মোঃ রিপন পহলানসহ আরো অনেকে।

এসময় যুুুবলীগের সভাপতি কবির হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় আমরা করোনায় গৃহবন্দী কৃষকের ধান কেটে মাড়াই ঘরে তুলে দিতে আশুলিয়া থানা যুবলীগের নেতাকর্মীরা আছে। যেকোন দুর্যোগ ও দুর্ভিক্ষে যুবলীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।

 

আরও খবর

Sponsered content

Powered by