প্রতিনিধি ১১ মার্চ ২০২৫ , ৪:৪৩:৩১ প্রিন্ট সংস্করণ
ধর্ষণ মামলায় জামিন বিধান বাতিল করা, ধর্ষণ মামলা দ্রুত বিচার আইনে নিষ্পত্তি করা, ধর্ষণ প্রমানিত হলেই ফাঁসি দেওয়া, কারাগারে নয়, ধর্ষকের ফাঁসি তার নিজ এলাকায় জনসম্মুখে দেওয়া এবং নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করার ৫ দাবিতে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে চাটখিলে শিক্ষার্থী-অভিভাবক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধন করে। মানববন্ধন কর্মসূচিতে অধিকার কর্মী স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক তারফিনা শাহনাজ রজব, পাঁচগাঁও সোশ্যাল হেল্প অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাপ হোসেন ফরহাদ, স্বেচ্ছাসেবী জি.এম শাকিল, গোলাম রাব্বানী সহ কয়েক হাজার শিক্ষার্থী-অভিভাবক ও স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি ধর্ষণের ঘটনায় অনেক সময় আলামত নষ্ট করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে ধর্ষকরা ধরাছোঁয়ার বাইরে রয়ে যায়। অনেক সময় থানায় কেইসও নেয়া হয়নি। যদিও বা কোন ধর্ষককে আইনের আওতায় আনা হয়, দেখা গেছে সে কোন না কোন এমপির আত্মীয় পরিচয়ে কিংবা রাজনৈতিক প্রভাবে পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসে। আবার জামিনেও বেরিয়ে এসে ধর্ষক, ভুক্তভোগীকে হুমকি-ধমকি দেওয়া সহ নানা রকম হয়রানি করে থাকে। বর্তমানে প্রশাসন রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দাবি জানান বক্তারা। এসময় তারা আরো বলেন, শুধু আইন করে ধর্ষন বন্ধ করা যাবে না। এজন্য আইনের প্রয়োগ করতে হবে, নৈতিক শিক্ষায় মানুষকে মানবিক ও আদর্শিক হতে হবে।
মানববন্ধন শেষে এই ৫ দাবি লেখা সম্মলিত প্লেকার্ড হাতে নিয়ে শিক্ষার্থী-অভিভাবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা চাটখিল উপজেলা চত্বর হয়ে পৌর বাজারের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে বলে, ধর্ষণ মামলায় জামিন বিধান বাতিল চাই, ধর্ষণ মামলা দ্রুত বিচার আইনে নিষ্পত্তি কর, করতে হবে, এক দফা এক দাবি; ধর্ষণ প্রমানিত হলেই ফাঁসি দিবি, কারাগারে নয়, ধর্ষকের ফাঁসি তার নিজ এলাকায় জনসম্মুখে দাও, দিতে হবে। এছাড়াও নানা স্লোগানে স্লোগানে তারা প্রতিবাদ জানায়।