রাজশাহী

ধুনটে দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২১ , ৬:৫৭:২৪ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের নেতৃত্বে নেতাকর্মীরা দরিদ্র কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে দিয়েছে। সোমবার উপজেলার উত্তর কান্তনগর গ্রামের কৃষক জিহাদ সরকারের ১বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌছে দেয় ছাত্রলীগের ২২জনের একটি দল।

ধান কাটা কর্মসূচিতে অংশ নেন উপজেলা ছাত্রলীগ নেতা কাজী সুলতান, মানিক মিয়া, আল আমিন, সোহানুর রহমান সোহাগ, অসিম আকরাম, সোহেল রানা, সামিউল ইসলাম সম্রাট, শাকিল আহমেদ, সাব্বির হাসান সিজু, মহন, সান, হৃদয়, উজ্জল, সবুজ, রাসেল, মনির, সুলতান, রিফাত, আনারুল, বাঁধন, সোহেল। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন জানান, ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ছাত্রলীগ নেতারা করোনাকালীন দরিদ্র কৃষকের পাশে থাকার অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নিয়েছে। আজ রোজা থেকেও ছাত্রলীগ নেতারা কৃষকের ধান কেটে দিয়েছে।

 

আরও খবর

Sponsered content

Powered by