Uncategorized

অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা, আদালতে মামলা

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৭:০৩:১৩ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী সদর উপজেলাধীন বড়বিঘাই ইউনিয়নের মৃত হাজী বাকে আলী হাওলাদারের ছেলে আঃ লতিফ মাষ্টার হাইস্কুলে শিক্ষাকতা করতেন কিন্তু তার অ্যাপেনডিস, হারনিয়া এবং মেরেুদন্ড অপারেশন করায় শারীরিক ভাবে অসুস্থ থাকায় শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করে কিছুটা সুস্থ্য হয়ে খাটাশিয়া বাজারে বইয়ের দোকান সহ ষ্টেশনারী দিয়ে ব্যবসা করেন। কিন্তু কিছু দিন পূর্বে স্থানীয় কিছু বখাটে প্রকৃতির লোক আঃ লতিফ মাষ্টারদের জমিতে জন্মানো গাছপালা ফল ফলাদি জোরপূর্বক নিয়ে গেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এরই রেশ ধরে গত ৩০ সেপ্টেম্বর সকাল ১১টার সময় খাটাশিয়া বাজারের উত্তর পার্শ্বে ফারুকের দোকানের সামনে আঃ লতিফ মাষ্টারের উপর পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে। এ হামলার ঘটনায় ভিকটিমের ভাই আবদুল মতিন মাস্টার বাদী হয়ে বড়বিঘাই ইউনিয়নের শহিদুল(২৫), মো. সেলিম (৪৫), মো. সুলতান (৪২), মামুন (২৬), মাসুদ( ২১) ও মো. শামীমকে আসামী করে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি.আর মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৭০/২০। বর্তমানে আঃ লতিফ মাষ্টার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বলেন, মামলার ৩নং আসামী সুলতানের নামে ডাকাতি ও চুরির একাধীক মামলা রয়েছে এবং ২নং আসামী সেলিমের মেয়ে নাজমা ও তার স্বামী মনির বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত যা এলাকার লোকজন জানে। এ সন্ত্রাসী হামলার সাথে জড়িত সকল আসামীদের দ্রæত গ্রেফতার করে বিচারের দাবী জানান চিকিৎসাধীন আঃ লতিফ মাষ্টার ও তার পরিবার।

আরও খবর

Sponsered content

Powered by