বিনোদন

এবার ধর্ষণের প্রতিবাদে তবীবের গান

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২০ , ১১:৫৪:১৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

সমাজে ‘ধর্ষণ’ নতুন কোনো ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে বেশকিছু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে। এরই মধ্যে ধর্ষণের বিরুদ্ধে মাঠে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন গড়ে উঠেছে। আর গানে গানে প্রতিবাদ জানিয়েছেন সময়ের জনপ্রিয় র‌্যাম্প শিল্পী ও গীতিকার মাহমুদ হাসান তবীব। যিনি অন্যায়ের বিরুদ্ধে শুরু থেকেই গলিবয় রানাকে নিয়ে নিজের গান প্রকাশ করে আসছেন।

সম্প্রতি ‘তুই ধর্ষক’ শিরোনামের একটি গানের ভিডিও প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে একঝাঁক মূকাভিনয় শিল্পী দেশের ধর্ষণচিত্র ও তার উপযুক্ত বিচারহীনতার চিত্র ফুটিয়ে তুলেছেন সুনিপুণভাবে। এরইমধ্যে গানটি ইউটিউবে পাঁচ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছেন।

গানটি প্রসঙ্গে তাবীব বলেন, ‘ধর্ষণ ও নারী নির্যাতন দিন দিন বেড়ে চলেছে। কিন্তু এর বিরুদ্ধে কথা বলার মানুষ গুটিকয়েক। আমরা চাই ধর্ষণ বন্ধ হোক। তার জন্য দরকার ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা। সেই জায়গা থেকেই গানটি করা। ধর্ষণের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কোন ছাড় দেয়া যাবে না, অবশ্যই তাদের শাস্তির মুখোমুখি করতে হবে।

 

Powered by