প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২০ , ৬:২৩:১০ প্রিন্ট সংস্করণ
তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি : তাড়াশে রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও ইত্তেফাক চলনবিল সংবাদদাতা প্রবীণ সাংবাদিক মরহুম রুহুল আমিনের স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার তাড়াশ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নিজ কার্যালয়ে মরহুমের ৪র্থ মৃত্যুবার্ষিকি উপলক্ষে এ স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটির সভাপতি মির্জা ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বারী খন্দকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান, রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গাজী সাইদুর রহমান সাজু, সাপ্তাহিক চলনবিল বার্তা সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক রুহুল আমিনের ছোট ভাই মো. আব্দুর রউফ, ছেলে মো. তাসাদ্দাক আমিন, রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ এম মাসুম বিল্লাহ, প্রচার সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।