আন্তর্জাতিক

সউদীতে বসবাসকারী সবাই বিনামূল্যে করোনা ভ্যাকসিন পাবে : সউদী সরকার

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২০ , ১১:৫৯:৫১ প্রিন্ট সংস্করণ

সউদী আরবে বসবাসকারী আরবি-ননআরবি সকল অধিবাসীদের বিনামূল্যে মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে সউদী স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল স্থানীয় সংবাদ মাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সৌদিতে বসবাসকারী সবাইকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। কর্মকর্তারা আশা করছেন, আগামী ২০২১ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে এই ভ্যাকসিন দিতে পারবেন।

সউদী আরবের দৈনিক করোনাভাইরাস সংক্রান্ত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদেল আলী জানান, ভ্যাকসিনগুলো নিরাপদ ও কার্যকর হতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

সউদীতে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫৫ হাজার ৪৮৯ জন। করোনা থেকে সুস্থ হয়েছে তিন লাখ ৪৩ হাজার ৮১৬ জন। এবং মারা গেছে পাঁচ হাজার ৭৯৬ জন মানুষ। সূত্র : আল জাজিরা

 

আরও খবর

Sponsered content