রাজধানী

পানির প্রবাহ ঠিক রাখতেই চলছে উচ্ছেদ: দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২০ , ৪:৩০:৪২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা বলেছেন, নিয়ম মেনেই উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে। পানির প্রবাহ ঠিক রাখতেই এ অভিযান। খাল দখলমুক্ত করে দু’পাশ দৃষ্টিনন্দন করা হবে।

রোববার দুপুরে দ্বিতীয় দিনের মতো রাজধানীর জিরানী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে গিয়ে তিনি এসব কথা বলেন।

সম্পূর্ণ দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তানজিলা কবির ত্রপা।

এদিন দুপুরে তানজিলা কবির ত্রপার নেতৃত্বে রাজধানীর নন্দীপাড়া এলাকার জিরানী খালে অবৈধভাবে গড়ে তোলা স্টিলের ব্রিজ ও বাঁশের সাঁকো উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বিকল্প রাস্তার ব্যবস্থা না করে ব্রিজগুলো ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করেন খালপাড়ের বাসিন্দারা। তাদের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।

আরও খবর

Sponsered content

Powered by