দেশজুড়ে

দুর্গাপুরে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২০ , ৪:২৮:৩০ প্রিন্ট সংস্করণ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা সবুজ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রব।

 

 

আরও খবর

Sponsered content