রাজশাহী

পাবনা ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের মানববন্ধন

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২০ , ৫:০৯:৪৯ প্রিন্ট সংস্করণ

smart

পাবনা প্রতিনিধি :

ইছামতি নদী পাড়ের ৪টি রের্কডধারী বৈধ বসতিদের উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদারের পাবনা আগমনে তার দৃষ্টি আর্কষণ করার জন্য শহরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের সামনে বৃহস্পতিবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিএস পেটি, দিয়ারা,এস এ,আর এস,বি এস রেকর্ডধারীদের ইছামতি নদী পাড়ের বসতি সংরক্ষণ কমিটির ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীরও আশ্রয় পাচ্ছে অথচ নদী পাড়ে যুগযুগ বসবাস করেও আমরা কেনো উচ্ছেদ হবো।আমাদের কাগজপত্র বৈধ তা যাচাই করে ব্যবস্থা গ্রহন করতে হবে। আমাদের পরিবারদের, পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করা চলবে না।

ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মো. মাসুদুর রহমান মিন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রচার সম্পাদক মাসুদ রানা, ইছামতি পাড়ের বাসিন্দা এ্যাড. নাজমুল হোসেন শাহিন।

 

Powered by