প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২১ , ৫:১৬:২৯ প্রিন্ট সংস্করণ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
স্থানীয় সংবাদকর্মীদের বিভিন্ন সমস্যা ও সাংবাদিকদের হয়রানি প্রতিরোধে ও প্রকৃত সাংবাদিকদের স্বার্থ রক্ষায় পাবনা জেলার ৩টি উপজেলা প্রেসক্লাবের সমন্বয়ে গঠিত হয়েছে ‘চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর প্রেসক্লাব ফোরাম’। শুক্রবার বিকেলে ভাঙ্গুড়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলুর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ হাফিজ, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, চাটমোহরের বকুল রহমান, এম এ জিন্নাহ, প্রভাষক ইকবাল কবীর রঞ্জু, মো. মাসুদ রানা, প্রভাষক জাকির সেলিম, মহিদুল খান, জাহাঙ্গীর আলম, তুয়ার ভট্টাচার্য, ভাঙ্গুড়ার মো. গিয়াস উদ্দিন প্রমুখ। সভায় সর্বসম্মতি সিদ্ধান্ত মোতাবেক চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের চাটমোহর সংবাদদাতা ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েলকে আহবায়ক, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের ভাঙ্গুড়া সংবাদদাতা মাহবুব উল আলম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি এম এ হাফিজ ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি গিয়াস উদ্দিনকে যুগ্ম আহবায়ক ও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর প্রেসক্লাব ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়।