বরিশাল

কলাপাড়ায় বিচারের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২০ , ৬:৫৫:০২ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামে মামা শুশুর বাড়ী বেড়াতে এসে মো. আব্বাস হাওলাদার (৫৫) গত ২৭.৯.১৯ ইং তারিখ জমিজমা বিরোধ নিয়ে সন্ত্রাসী শামীম বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন। দীর্ঘ এক বছরেও সুবিচার পায়নি নিহতের পরিবার। এদিকে সন্ত্রাসী শামীম বাহিনী মামালা তুলে নিতে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করছে বাদী সহ তার পরিবারকে। সন্ত্রাসী শামীম বাহিনীর হাত থেকে রক্ষা পেতে এবং আব্বাস হত্যা মামলার সকল আসামীদের গ্রেফতার করে দ্রæত বিচার বাদীতে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ মহাসড়কের পাশে মানাববন্ধন কর্মসূচী পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী
রবিবার বেলা ১২টায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নিহত আব্বাসের মা সূর্য বেগম, স্ত্রী ফাতেমা বেগম, মেয়ে রেশমা, মাম দেলোয়ার ও রশিদ খলিফা। এসময় মানববন্ধন কর্মসূচীতে এলাকার ২শতাধীক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আব্বার হত্যায় তার স্ত্রী মোসাঃ ফাতেমা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় ৩০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৯, তারিখঃ২৭.৯.১৯ইং। যার জি.আর মামলা নং-৪৩৫/১৯। মামলার ১-৪ নং আসামী মোঃ শামীম খলিফা (৪০), মোঃ শামসুল হক গাজী (৪৫), মোঃ মাহফুজ (৪০) ও নয়ন খলিফা (৩৫) গ্রেফতার হলেও ক্ষমতাও টাকা পয়সার জোরে জামিনে মুক্তি পেয়ে অন্যান্য আসামীদের নিয়ে বাদীকে মামলা তুলে নিতে হুমকি সহ বাদীর মামা বাড়ীর অনেকের নামে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

আরও খবর

Sponsered content

Powered by