রংপুর

ঠাকুরগাঁওয়ে ব্যাংক সীলগালা

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২১ , ৩:৫৪:৩২ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

 

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করায় ইয়াসির স্টল ট্রেডার্স কো-অপারেটিভ (এসটিসি) ব্যাংকের ২ টি শাখা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যামাণ আদালত। গত সোমবার বিকেলে ব্যাংকটির কালিবাড়ী ও ঠাকুরগাঁও রোড শাখার কার্যক্রম বন্ধ করে সীলগালার নির্দেশ দেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। জানা যায়, দীর্ঘদিন ধরে কালিবাড়ী ও ঠাকুরগাঁও রোডে এসটিসি ব্যাংকের শাখা খুলে অবৈধভাবে পরিচালনা করে আসছিল। উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম এ দুটি শাখার অবৈধ কার্যক্রম পরিচালনা ও সদর উপজেলার ভুল্লীতে নতুন শাখা খুলে চাকরি দেওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে সীলগালা করে দেন।

আরও খবর

Sponsered content