দেশজুড়ে

ঝিনাইগাতী করোনার যোদ্ধা ইউএনওর বার্তা

  প্রতিনিধি ১৯ মে ২০২০ , ৪:৩০:৩৫ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুবেল মাহমুদ কোভিড ১৯ করোনা ভাইরাস প্রতিরোধে একজন যোদ্ধা হিসাবে উপজেলার মানুষের জন্যে কাজ করে যাচ্ছেন তার নিরলস ভাবে সরকারের দেয়া দায়িত্ব পালনে অগ্রনী ভূমিকা রেখে করোনার প্রতিরোধে লকডাউন কার্যক্রমে কর্মহীন হয়ে পরে মানুষ, সাথে যোগ হয় হতদরিদ্র অসহায় জনগণ

সরকারি ভাবে ত্রাণ বিতরন শুরু করা হয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তিনি দায়িত্ববোধের জায়গা থেকে সরকারী ত্রাণের পাশাপাশি আরো ত্রাণ বিতরনে লক্ষ্যে আগ্রহী দানশীল ব্যাক্তি, প্রতিষ্ঠান সামাজিক সংগঠনকে সাথে নিয়ে একটি করোনা তহবিল গঠন করে যা মানুষের মাঝে ব্যাপক সাড়া মিলে

আজ পর্যন্ত করোনা তহবিলে তার হাতে নগদ অনুদান এসেছে ,২৮,০০০ টাকা, বিকাশে ৪৮,০০০ টাকা ব্যাংকে ,২৪,৮০০ টাকা সহ সর্বোমোট,০০,৮০০ টাকা এছাড়ও আশা ২০০টি, সোনে ইন্টারন্যাশনাল ২০০টি, জেলা পরিষদ ২০ টি দি প্যাসিফিক ক্লাব ৬৩ টি ত্রাণের প্যাকেট অনুদান প্রদান করেন তার তহবিলে

এই তহবিল হতে পর্যন্ত কাংশা ইউনিয়নে ৫৫০ টি, ধানশাইল ইউনিয়নে ৩৪০ টি, নলকুড়া ইউনিয়নে ৭৪৫ টি, হাতিবান্ধা ইউনিয়নে ৩২৫ টি, গৌরিপুর ইউনিয়নে ৩৬০ টি, ঝিনাইগাতী ইউনিয়নে ১০৯৭ টি, মালিঝিকান্দা ইউনিয়নে ৩০০টি, সরকারী বাসা থেকে ৪০ দিনে প্রায় ১২০০ টি সহ সর্বমোট৪৯১৭ টি পরিবারের মধ্যে ত্রাণ উপহার সামগ্রী বিতরণ করেছেন

তিনি জানান করোনা তহবিলে যে সকল ব্যাক্তি প্রতিষ্ঠান সহযোগিতা করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ এই কার্যক্রম সীমিত আকারে হলেও চলমান থাকবে সকলের সহযোগিতায় এই ক্লান্তি কাল অতিক্রম করছেন বলে জানান এই ক্ষুদে কর্মকর্তা

আরও খবর

Sponsered content