রাজশাহী

জয়পুরহাটে ক্রীড়া সংশ্লিষ্টরা পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

  প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২১ , ৭:৪৮:৫৪ প্রিন্ট সংস্করণ

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত খেলোয়ার, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জয়পুরহাট স্টেডিয়ামের সভাকক্ষে এই চেক বিতরণ করা হয়।

জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুনিরুজ্জামানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানি, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি প্রমুখ।

 

আরও খবর

Sponsered content