রাজশাহী

চাটমোহরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ২২ মে ২০২১ , ৭:০৯:০১ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন হয়েছে। শনিবার সকাল দশটায় চাটমোহর প্রেসক্লাবের উদ্যোগে থানা মোড়ের আমতলায় এ কর্মসূচি পালন করা হয়।

চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অশোক চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাপস রঞ্জন তলাপাত্র, চাটমোহর ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব,সাংবাদিক ইকবাল কবীর রঞ্জু, সাংবাদিক শাহীন রহমান, মাসুদ রানা, বিপ্লব আচার্য্য, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. অঞ্জন ভট্টাচার্য, বাম রাজনীতিবিদ ডা. জাকির হোসেন, চিত্রগৃহ চাটমোহরের ব্যবস্থাপনা পরিচালক জেমান আসাদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক।

 

 

আরও খবর

Sponsered content

Powered by