রংপুর

রুহিয়ায় অটোবাইক মালিক ও চালক সমবায় সমিতির বাৎসরিক সাধারণ সভা

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২১ , ৭:২০:৪২ প্রিন্ট সংস্করণ

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

রুহিয়ায় অটোবাইক মালিক ও চালক সমবায় সমিতি লি. রেজি নং ১৬ এর বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রুহিয়া ডাক বাংলো মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। রুহিয়া অটোবাইক মালিক ও চালক সমবায় সমিতির সভাপতি প্রসাদু বর্মনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহিয়া থানা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রুহিয়া ইউপি চেয়ারম্যান ও রুহিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মনিরুল হক বাবু, রুহিয়া থানার উপপরিদর্শক সিদ্দিক, রুহিয়া থানা আ’লীগের সহ-সভাপতি মকবুল হোসেন, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য ও রাজাগাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ ঝাঁ, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু, রুহিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, রুহিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা। এছাড়াও বক্তব্য দেন সংগঠনটির নেতা, শাহিন, সুমন ও আনোয়ার হোসেন প্রমুখ।