দেশজুড়ে

ঝালকাঠি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. শামিম আহম্মেদ

  প্রতিনিধি ৭ জুন ২০২০ , ৮:৪১:৫২ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠী উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মো. শামিম আহমেদকে নির্বাচিত করায় সাবেক সফল খাদ্য ও শিল্প মন্ত্রী, ঝালকাঠীর অভিভাবক, জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু (এম পি) মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
মো. শামিম আহাম্মেদ বলেন, আমি যতোদিন এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে থাকবো ততোদিন আমু ভাইর এ স্কুলে কোন দূর্নিতি অনিয়ম হতে দেব না। এ স্কুলে যেসব অসহায় দরিদ্র ছাত্র,ছাত্রীরা স্কুল ড্রেস বানাতে পারবে না, আমি তাদের আমার নিজ খরচে ড্রেস বানিয়ে দেব। এই বিদ্যালয়ের ছাত্র, ছাত্রীরা যাহাতে শতভাগ পাশ করে সে বিষয়ে আমার প্রানপন চেষ্টা থাকবে।
 
ঝালকাঠির দুস্থ ও অসহায় মানুষের আশ্রয় স্থান মোঃ শামিম আহমেদ, তিনি সমাজের অসহায় মানুষের আশ্রয়স্থল সততা ও আস্থার প্রতীক গরীব এবং সুবিধা বঞ্চিত মানুষের আশা আকাঙ্খার প্রিয় মুখ জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর, উত্তর ও ঝালকাঠীর বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ শামিম আহমেদ। একজন মানুষ কতটা উদার মানবিক ও মহত হতে পারে এটি তাঁর মানবসেবা দেখলে বোঝা যায়।
 
দেশের করোনা পরিস্থিতিতে জনগণের পাশে থেকে শুধু দিনে নয় রাতের আঁধারেও গরিব দুঃখী ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন গরিব দুঃখীর বন্ধু ও মানবতার দৃষ্টান্তকারী ঝালকাঠির বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ শামিম আহমেদ। আড়ালে নির্জনে খুব গোপনে তিনি গরিব দুঃখী ও অসহায়, দিনমজুর ও অস্বচ্ছলদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছেন। প্রতিদিনিই তার এ সহায়তা অব্যহত আছে।
 
জানা গেছে, দেশে করোনা শুরুতেই নিজের ব্যাক্তিগত অর্থায়নে ঝালকাঠি জেলায় প্রায় ৩০ হাজার মাক্স বিতরণ করেন এবং পৌর এলাকায় প্রতিটা মোড়ে মোড়ে সাবান দিয়ে হাত দোওয়ার জন্য সু-ব্যাবস্থা করেন যাহা চলমান রয়েছে। ঝালকাঠির ১৫টি মসজিদে করোনা ভাইরাস থেকে জাতিকে মুক্তির জন্য দোয়া মোনাজাতের আয়োজন করেন। করোনা মুক্তির জন্য ঝালকাঠি এতিম খানার সকল শিশু সহ দুপুরে খাওয়া ও নগদ টাকা বিতরন করেন।       
 
কয়েকদিন আগেও ঝালকাঠি উদ্বোধন স্কুল মাঠে প্রায় ২ হাজার মানুষকে নগদ অর্থ, চাল, ডাল, আলু, তেল, লবন, চিনি, ডেটল সাবান, মাক্স প্রদান করেন। ঝালকাঠির পৌরসভার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জেনদের খাদ্যসামগ্রি বিতরন করেন। নরসুন্দর সমিতির ১০১ জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
 
গতকাল রাতে উদ্বোধন স্কুলের পিছনে ৩০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন। এ ছাড়াও বাবুর্চি সমতির ১০৭ জনকে সাহায্য প্রদান ও হরিজন সম্প্রদায়ের সকল পরিবারকে খাদ্য ও নগদ টাকা বিতরণ সহ প্রায় রাতেই মানুষের ঘরে খাদ্য পৌছানো অব্যহত রয়েছে।
 
এ ব্যাপারে ঝালকাঠির বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ শামিম আহমেদ বলেন, আমার নিজ ব্যাক্তিগত অর্থে গরিব দুঃখী ও অসহায়, দিনমজুর ও অস্বচ্ছলদের মাঝে নগদ টাকাসহ খাদ্য সহায়তা প্রদান করছি । দেশের করোনা পরিস্থিতি সাবাভিক না হওয়া পর্যন্ত আমার সাধ্যমত সহায়তা অব্যহত থাকবে।
 
শামিম আহমেদ আরও বলেন, ঝালকাঠীর অভিভাবক, আমার নেতা জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু (এম পি) ভাইর সাহায্য নিয়ে তার পরামর্শ মতে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়কে ঝালকাঠী মডেল স্কুল হিসেবে রুপান্তরিত করবো। আমি সকলের সহযেগিতা কামনা করি।

আরও খবর

Sponsered content