চট্টগ্রাম

বেশি দামে এলপিজি বিক্রির অপরাধে চট্টগ্রামে ৫ দোকান গুনলো জরিমানা

  প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ৭:৫০:৩৫ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

গ্যাস সংকটের সুযোগকে কাজে লাগিয়ে বেশি দামে এলপিজি বিক্রি করার অভিযোগে চট্টগ্রাম নগরীর ৫ দোকানদারকে ৪১হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। সোমবার (১৫ মে) নগরীর লাভ লেন, এনায়েত বাজার ও গোলাম রসুল মার্কেট এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা ধার্য্য করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

এ সময় জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ‘গ্যাসের সংকটকে কাজে লাগিয়ে একদল অসাধু ব্যবসায়ী সিন্ডেকেট করে গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি করছে। সাথে দাম বেড়েছে রাইস কুকার, ইনডাকশন চুলা ও ইনফ্রারেড চুলার। অসব অসাধু তৎপরতারোধে অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানে কোতোয়ালীর লাভ লেনের হাবিব ট্রেডার্সকে ১০ হাজার টাকা, এনায়েত বাজার মোড়ে জে এস ট্রেডিংকে ২০ হাজার টাকা এবং আরিফ ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং কুকারের দাম বেশি রাখায় দুটি দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by