ঢাকা

গোপালগঞ্জে ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী, ন্যায় বিচার পেতে দ্বারে দ্বারে ঘুরছে ভুক্তভোগীর পরিবার

  প্রতিনিধি ৩০ মে ২০২১ , ৭:২৭:৪৬ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ করেছে একই গ্রামের মাদকাসক্ত যুবক আজিজুল মোল্যা (২৫)। এ ঘটনায় গত ৫ মার্চ কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। মামলার দুইমাস অতিবাহিত হলেও অভিযুক্ত আজিজুল মোল্যাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, প্রতিবন্ধী কিশোরী ঘটনার দিন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘুম থেকে জেগে ঘরের বাইরে বাথরুমে যায়। পরে বাথরুম থেকে বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামী তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনায় পরে ধর্ষিতা কিশোরীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় এবং গ্রাম্যভাবে আপোষের কথা থাকলেও আসামী পক্ষ পরে তা অস্বীকার করে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়।

পরে নিরুপায় হয়ে কিশোরীর পরিবার বাদী হয়ে মামলা দায়ের করেন ও আসামী পক্ষের হুমকির জেরে থানায় একটি সাধারণ ডায়েরী করেন। মামলার আসামি আজিজুল মোল্যাকে দ্রæত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

আরও খবর

Sponsered content