রাজশাহী

সিংড়ায় বসত বাড়িতে সবজি চাষে স্বাবলম্বী

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২১ , ৬:৫১:১৫ প্রিন্ট সংস্করণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলার আধুনিক প্রযুক্তিতে কালিকাপুর মডেলে শুরু হয়েছে বসত বাড়িতে সবজি চাষ কার্যক্রম। কালিকাপুর মডেলে করা হয়েছে ৫টি করে বেড। বেডে পর্যায়ক্রমে চাষ হচ্ছে লালশাক, পুইশাক, কলমি শাকসহ মাচায় লতানো সবজি লাউ ও করলা।

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার শেরকোলের হারোবাড়িয়া, হাতিয়ান্দহের গুপ্তি পাড়া, পারসাঐলের নজরপুর সহ ৪০টি গ্রামে এই কার্যক্রম শুরু করেছেন সিংড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাড়ির প্রতি ইঞ্চি জমি ব্যবহার হচ্ছে এই কার্যক্রমে এসব পারিবারিক কৃষিকে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে দেওয়া হয়েছে সবজি বীজ, সার ও বেড়া।

এছাড়া কারিগরি সকল সহায়তা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পারিবারিক সবজি ও পুষ্টি বাগন দেখভাল করার সুযোগ পাচ্ছেন কৃষকের পাশাপাশি কৃষাণিরাও। আধুনিক প্রযুক্তিতে বাড়ির উঠানে পরিত্যক্ত জায়গায় এই পারিবাকি কৃষিতে স্বল্প খরচে বেশি লাভের আশায় স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক ও কৃষাণি।

 

আরও খবর

Sponsered content

Powered by