প্রতিনিধি ৬ জুন ২০২১ , ৫:৫৩:৩৯ প্রিন্ট সংস্করণ
ধর্ম-বর্ণসহ নানা ধরনের সংস্কার ও জাতিগত ভেদাভেদ ভুলে প্রেম-ভালোবাসার টানে বাংলাদেশে ছুটে এসেছেন অনেক বিদেশী তরুণী। এটি এখন বাংলাদেশে নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচয়ের সূত্র সহ নানান মাধ্যমে ঘর ছেড়েছেন ভালোবাসার টানে। সকল ভেদাভেদ ভুলে সাত সাগর তের নদী পাড়ি দিয়ে উড়ে এসেছেন বাংলাদেশের গ্রামেগঞ্জে।
এবার সেই প্রেমের টানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে চাঁদপুরে এসে এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আমেরিকান মেয়ে।
এই ঘটনায় সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এছাড়া তাদের এক নজর দেখার জন্য বিয়ে বাড়িতে ভিড় জমিয়েছেন অনেকেই।
শনিবার (৫ জুন) দুপুরে ওই গ্রামের প্রধানিয়া বাড়িতে আমেরিকান মেয়ে খ্রিষ্টিয়ান জিইনাবচনের সঙ্গে মো. কামাল উদ্দিন প্রধানিয়ার ছেলে শাহাদাত হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এদিন দুপুরে আশিকাটির রালদিয়া নিজ বাড়িতে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের উপস্থিতিতে শাহাদাত হোসেন আমেরিকার নাগরিক প্রেমিকা জনস্ জিইনাবচনকে ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে করেন।
নববধূ জনস্ জিইনাবচন ও শাহাদাত হোসেনকে বিয়ে বাড়িতে হাসি-খুশি মেজাজেই দেখা যায়। এবং সকলের সাথেই কুশল বিনিময় করছেন দু’জন। তারা বলেন, আমাদের ভালোবাসা বহু বছরের। আমরা বিবাহ বন্ধনে জড়িয়েছি। আমাদের আগামী দিনগুলো যেন সুখের হয়, এজন্য আমাদের দোয়া করবেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টার বলেন, বিয়ের ঘটনাটি শুনে অনেকেই ওই বাড়িতে যাচ্ছে। ইউনিয়নে বিষয়টিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এর আগে ২০১৭ সালের এপ্রিল মাসে বিদেশে কাজ করতে গিয়ে পরিচয়ের মাধ্যমে প্রেমের টানে চাঁদপুরে ছুটে আসেন ভিয়েতনামী তরুণী টিউ থিতু। শাহরাস্তি পৌর শহরের ৮ নং ওয়ার্ডের লদের বাড়ির আলমগীর হোসেনের সাথে বিবাহ হয় ওই ভিয়েতনামী তরুণীর। পরে ঔই বছরের ১৭ মার্চ তিনি ছেলে সন্তানের জন্ম দেন। তারা ওই বাচ্চার নাম রাখেন আবিদ হাসান শিহাব।