দেশজুড়ে

শেরপুরে প্রথম করোনা আক্রান্ত ২ নারী সম্পুর্ণ সুস্থ্য, বাড়ি ফিরলেন

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১২:৪২:০৩ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : শেরপুরে আজ প্রথম করোনা আক্রান্ত ২ নারী সম্পুর্ণ সুস্থ্য হয়ে জেলা হাসপাতালের আইসোলেশন বিভাগ থেকে বাড়ী ফিরে গেলেন। এরা হলেন শ্রির্বদী উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের আয়া খোদেজা বেগম –(৪৮) ও সদর উপজেলার গৃহবধু শাহিনা বেগম –(৩৫)।

জেলার সিভিল সার্জন জানান, শেরপুরে  চলতি মাসের ৫ তারিখে এই দুই নারী অসুস্থ্য হয়ে পড়লে তাদের নুমুনা পাঠানো হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে সেখানে শেরপুর জেলায় প্রথম করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হন। পরে ওইদিন তাদেরকে জেলা হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।  পর তিনটি পরিক্ষায় তাদের নমুনায় করোনা নেগটিভ আসলে আজ ১৬ এপ্রিল দুপুরে তাদেরকে রিলিজ দিয়ে বাড়ী পাঠিয়ে দেয়া হয়। শেরপুরে গতকাল বুধবার পর্যন্ত ৯ জন রোগী আক্রান্তের মধ্যে ২ জন সম্পুর্ণ  সুস্থ্য হয়ে বাড়ী ফিরলো। অপরদিকে শেরপুর জেলাকে লক ডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আরও খবর

Sponsered content

Powered by