কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রে (বিপিএটিসি) -এর নবনিযুক্ত রেক্টর (সরকারের সচিব) মো. মনজুর হোসেন।
গতকাল (৯ জুন) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম সহ বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর নবনিযুক্ত রেক্টর মো. মনজুর হোসেন বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।