ঢাকা

সিরাজদিখানে ব্লগার শাহজাহান বাচ্চুর স্মরন সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১১ জুন ২০২১ , ৯:০৪:৩৬ প্রিন্ট সংস্করণ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

সিরাজদিখানে মুক্তমনা লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক ব্লগার শাহজাহান বাচ্চুর চতুর্থ মৃত্যু বার্ষিকি উপলক্ষে সাজাহান বাচ্চুর স্মৃতি স্তম্ভের পূস্পার্ঘ অর্পন করাসহ স্মরন সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল সারে ১০টায় মুন্সিগঞ্জ-সিরাজদিখান সড়কের পূর্বকাকালদী তিন রাস্তা মোড়ে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।

শাহজাহান বাচ্চুর স্ত্রী লুৎফা আক্তার কাকনের সভাপতিত্বে ও মুজিব রহমানের সঞ্চালনায় স্মরন সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, দৈনিক সংবাদের সিরাজদিখান প্রতিনিধি গোপাল দাস হৃদয়, কাদের বাবুল, শেফালী বেগম, সাংবাদিক আব্দুল রশিদ রতণ, আব্দুর রহমান,সান্দ্রি মোহন্ত,জহিরুল ইসলাম মিশু,মোঃ ফারুক শেখ. মহসিন দেওয়ান লিটন,সাংবাদিক লতা রানী মন্ডল, সাংবাদিক জামালউদ্দিন খান প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮ সালের ১১ জুন বিকালে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পাওয়ার হাউজ কাকালদী মোড়ে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন বিশাখা প্রকাশনীর মালিক ব্লগার শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করে। সাজাহান বাচ্চু ছিলেন মুন্সিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক। ‘আমাদের বিক্রমপুর’ নামের একটি অনিয়মিত সাপ্তাহিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by