খেলাধুলা

‘প্রকৃতির মাঝে কিছু সময় কাটছে।’

  প্রতিনিধি ২১ জুন ২০২১ , ৬:৫২:১৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

দেশে জন্ম দিয়ে গেছেন নানা বিতর্কের। সাকিব আল হাসান এরপর ঢাকা প্রিমিয়ার লিগ শেষ না করেই গিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে পরিবারের সঙ্গে বেশ আনন্দেই কাটছে দেশসেরা এই ক্রিকেটারের সময়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির পোস্ট করেছেন। 

যেখানে দেখা গেছে পরিবারের সঙ্গে তার সময়টা কাটছে বেশ আনন্দে। প্রাকৃতিক পরিবেশে স্ত্রীর সঙ্গে সময় কাটছে সাকিবের। ফেসবুকে শিশির লিখেছেন, ‘প্রকৃতির মাঝে কিছু সময় কাটছে।’

এবারের ডিপিএলে ৭ ম্যাচের দুইটিতে রানের খাতাই খুলতে পারেননি সাকিব। ফিফটি নেই একটিও। সর্বোচ্চ ৩৭ রানে ৭ ইনিংসে করেন ১১০ রান। তবে বল হাতে যা একটু আলো ছড়িয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। ২ ম্যাচে উইকেট শূন্য থাকলেও ৭ ইনিংসে তার উইকেট সংখ্যা ৮টি।

বর্তমানে ছুটিতে থাকলেও জিম্বাবুয়ে সফরে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। আগামী ২৯ জুন দেশ ছাড়বে টাইগাররা। জিম্বাবুয়ে সিরিজে তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি ও এক টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।

আরও খবর

Sponsered content