করোনাভাইরাস

করোনায় ১৯৯ জনের প্রাণহানি, শনাক্ত ১১৬৫১

  প্রতিনিধি ৮ জুলাই ২০২১ , ৫:৫৯:৩৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৯৯ জনের মৃত্যু হয়েছে।  এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৬৫১ জনের, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনের। করোনায় মারা গেছেন ১৫ হাজার ৯৭২ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।