চট্টগ্রাম

জনগনের আস্থার রাজনীতি করতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২১ , ১:৫১:১৬ প্রিন্ট সংস্করণ

মাহফুজুর রহমান, চাঁদপুর প্রতিনিধি:

নেতাকর্মীদেরকে জনগনের আস্থার রাজনীতি করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন।

প্রতিমন্ত্রী বলেন, আমি আশা করবো, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যেন জনগণের নিকট থেকে বিচ্ছিন্ন না হয়। এত উন্নয়ন, উন্নতির পরও জনগণের কাছাকাছি থাকতে হবে দলকে। দলের সাথে জনগণের দূরত্ব যেন না বাড়ে এটা আমার আহ্বান থাকবে। দল থেকে নেতা বা কর্মীদের প্রতি যেন বিতৃষ্ণা না বাড়ে। সমর্থকরা যেন তাদের আস্থা- বিশ্বাসে থাকে। তানা হলে রাজনৈতিক দল নেত্রী বা নেতাকে রক্ষা করতে পারবে না।

বুধবার সকালে মতলব উত্তরে এক পথসভায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর – আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

পরে গ্রামের বাড়ি ইসলামাবাদে পারিবারিক কবরস্থান জিয়ারত সম্পন্ন করে উপজেলা পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং গার্ড ওফ অনার গ্রহণ করেন। প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পরে এই প্রথম তিনি তার জন্মস্থান মতলবে এসেছেন। তাকে পেয়ে উচ্ছ্বোসিত সর্বস্তরের জনগন।

দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে পৃথক মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২০- ২০২১ অর্থবছরে আমাদের প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ১ শতাংশ।

আরও বলেন, বাংলাদেশে যা প্রবৃদ্ধি হয়েছে তা ইতিবাচক। যেখানে প্রবৃদ্ধি ৮ শতাংশ হওয়ার কথা ছিল সেখানে করোনার কারণে দেশে শাটডাউন হওয়ায় আমাদের অপ্রাতিষ্ঠানিক খাতে কাজকর্ম বন্ধ থাকে।  সেজন্য প্রবৃদ্ধি কমে সাড়ে ৩ শতাংশ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী তার কারণে এবং বিভিন্ন প্যাকেজের প্রণোদনা দেওয়ায় ( ক্ষুদ্র, মাঝারি , রপ্তানিকারক, প্রাণিসম্পদ খাতে) অর্থনীতির মন্দা থেকে রক্ষা পেয়েছে।

তিনি বলেন, জাতিসংঘ মনে করেছিল সারাবিশ্ব করোনা  ভাইরাসের কারণে অর্থনৈতিক ও খাদ্য মন্দা দেখা দেবে। সেখানে বাংলাদেশে কোন খাদ্য ঘাটতি হয়নি। খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমাদের রপ্তানি বেড়ে গেছে ১৯ শতাংশ। আমাদের রেমিটেন্স ১৪ মিলিয়ন ডলার ছিল। বৃদ্ধি পেয়ে ২৪ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাসির উদ্দিন সারোয়ার, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা,সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত,মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহ কামাল প্রমুখ।

আরও খবর

Sponsered content