ক্রিকেট

পাকিস্তানে লাথামদের ওপর হামলা হতে পারে, জানিয়েছিল ভারতের পত্রিকা

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২১ , ৪:১৪:৪৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

নিউজিল্যান্ড দল পাকিস্তান সফর বাতিল করেছে ম্যাচ শুরুর ঘণ্টা কয়েক আগে। এতে বেশ বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গুণতে হচ্ছে বড় অঙ্কের আর্থিক ক্ষতিও। নিরাপত্তা শঙ্কার কথা বলে সিরিজ বাতিল করে ক্রিকেট নিউজিল্যান্ড। 

সিরিজ বাতিল নিয়ে তারা বলে, ‘রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের প্রথমটি আজ খেলার কথা ছিল আমাদের। তবে, পাকিস্তানের জন্য নিউজিল্যান্ড সরকারের সতর্কতামূলক নির্দেশনা বেড়ে যাওয়া আর মাঠে থাকা নিউজিল্যান্ডের নিরাপত্তা উপদেষ্টাদের দেওয়া নির্দেশনা মেনে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ব্ল্যাকক্যাপসরা সফরটি চালিয়ে যাবে না। এখন দলটির পাকিস্তান ছাড়ার প্রস্তুতি চলছে।’

এদিকে টম লাথামদের ওপর হামলা হতে পারে, এমন শঙ্কার কথা আগেই জানিয়েছিল ভারতীয় দৈনিক। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল লিখেছে, গত ২১ আগস্ট ভারতের সংবাদপত্র দ্য সানডে গার্ডিয়ান গত মাসেই হামলার শঙ্কার কথা বলে।

ভারতের দ্য সানডে গার্ডিয়ান লিখেছিল, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সাবেক মুখপাত্র এহসানউল্লাহ এহসান বলেন, আইএসের (জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট) পাকিস্তান শাখা নিউজিল্যান্ডের খেলোয়াড়দের ওপর হামলার চেষ্টা চালাচ্ছে। তবে নিউজিল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক রিচার্ড বুক তখন সানডে গার্ডিয়ানকে বলেছিলেন যে নিরাপত্তার ব্যাপারে স্বাধীন পরামর্শক দলের পরামর্শ মেনেই যা করার করবেন তারা।

নিউজ ইন্টারন্যাশনাল বলছে, পাকিস্তানে নিউজিল্যান্ডের সফর বাতিল করার চেষ্টা আগে থেকেই করে আসছিল ভারতের গণমাধ্যমগুলো। নিউজিল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষকদের কাছে হুমকির কথা তারাই পৌঁছে দিয়েছিলেন বলে ধারণা করছে পাকিস্তানের প্রশাসন।

আরও খবর

Sponsered content

Powered by