ক্রিকেট

ইনিংস বড় করতে পারলেন না সাকিব

  প্রতিনিধি ২৩ মে ২০২১ , ৩:০৯:১২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দুশমন্ত চামিরার বলে স্লিপে ক্যাচ দিয়েছেন লিটন। ধনঞ্জয়া ডি সিলভার হাতে ধরা পড়ে বিদায় নেন লিটন। 

লিটনের বিদায়ের পর তামিমের সঙ্গে জুটি বাঁধতে উইকেটে আসেন সাকিব আল হাসান। শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন এই দুই ব্যাটসম্যান। ধীরগতিতে দেখেশুনে খেলছিলেন সাকিব–তামিম। কিন্তু বেশিদূর এগোতে পারেনি এই জুটি। ৩৮ রান তোলার পর ভেঙেছে জুটি। গুনাতিলকার বলে সহজ ক্যাচ দিয়ে ৩৪ বলে ১৫ রান করে ফিরে গেছেন সাকিব।

সাকিবের বিদায়ের পর তামিমকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২০ ওভারে ২ উইকেটে ৭৮ রান। তামিম অপরাজিত আছেন ৪২ রানে। অন্যপ্রান্তে মুশফিক খেলছেন ১৬ রান নিয়ে।

এর আগে লঙ্কান শিবিরে করোনার হানা দেয়। ফলে ম্যাচ মাঠ গড়ানো নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। তবে সব নাটকীয়তা কাটিয়ে সময়মতোই মাঠে গড়িয়েছে প্রথম ওয়ানডে।

Powered by