খেলাধুলা

‘তাসকিনকে ক্ষতিপূরণ দেওয়া উচিৎ’

  প্রতিনিধি ২৭ মার্চ ২০২২ , ৫:১৮:৪২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

সেঞ্চুরিয়নে ইতিহাস গড়া সিরিজ জয়ে ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজসেরা হয়েছেন পেসার তাসকিন। এরই মধ্যে সুখবর পান ভারত থেকে। তাসকিনকে আইপিএলে পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সরাসরি ফোন করেন গৌতম গম্ভীর।

টেস্ট সিরিজ বাদ দিয়ে শুধু ভারতের বিমানের চড়লেই হতো তাসকিনের। কিন্তু বিসিবির অনুমতি না মেলায় আইপিএল খেলার সুযোগ হাতছাড়া হয় তাসকিনের।

জাতীয় দলের খেলা থাকায় আইপিএলকে না করে দেন তাসকিন নিজেও।

তাসকিনের এই সিদ্ধান্তকে প্রথম থেকে স্বাগত জানিয়ে আসছেন মাশরাফি। এবার তিনি বললেন, তাসকিনকে ক্ষতিপূরণ দেওয়া উচিত।

এমন মন্তব্যের ব্যাখ্যাও দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাশরাফি বলেন,  ‘অবশ্যই (পুরস্কার দেওয়া উচিত)। আপনি যদি (জেমস) অ্যান্ডারসন ও (স্টুয়ার্ট) ব্রডের দিকে তাকান, ইসিবি (ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) কিন্তু তাদেরকে সবসময় ক্ষতিপূরণ দেয়।  তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়।  যেহেতু তারা আইপিএল না খেলে দেশকে সার্ভিস দিচ্ছে তাদেরকে নূন্যতম পুরস্কার দেওয়া হয়।’

বিষয়টি ক্রিকেটারের উপর ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন মাশরাফি।

‘নড়াইল এক্সপ্রেস’ তারকা বলেন,  ‘তখন হয় কি! ক্রিকেটারদের ভালো লাগা কাজ করে যে, তার ভাবে বোর্ড আমাদের বিষয়টা দেখছে। তখন টেস্ট ক্রিকেট কেন, যে কোনো ক্রিকেট খেলার জন্য প্রস্তুত থাকে ক্রিকেটাররা।’

আরও খবর

Sponsered content