দেশজুড়ে

পাইকগাছা পৌরসভা নির্বাচনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২০ , ১:১১:২০ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছা পৌরসভার নির্বাচনে বৃহস্পতিবার পর্যন্ত মেয়র কাউন্সিলর সহ ৪০ প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। যার মধ্যে মেয়র পদে ২, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ এবং ২৬ সাধারণ কাউন্সিলর প্রার্থী বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী হিসেবে এসব মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দীন আহম্মেদ এর কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যুবলীগনেতা মোঃ আব্দুল গফফার মোড়ল, ৪নং ওয়ার্ড থেকে বাবুরাম মন্ডল ও ৭নং ওয়ার্ড থেকে শেখ জামাল হোসেন।

এ পর্যন্ত যে ২জন প্রার্থী মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন এরা হলেন, এ্যাডঃ প্রশান্ত মন্ডল ও বিএনপি নেতা মনিরুজ্জামান মনি। মনোনয়ন পত্র সংগ্রহকালে প্রার্থীদের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি পাইকগাছা পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল করা যাবে। ৩ জানুয়ারি যাচাই-বাছাই এবং ১০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার।

আরও খবর

Sponsered content

Powered by