দেশজুড়ে

বুড়িরহাট বাজারে মরা আম গাছ নিয়ে আতংক

  প্রতিনিধি ২৯ মার্চ ২০২২ , ৯:১৮:০৪ প্রিন্ট সংস্করণ

আরিফ শেখ, তারাগঞ্জ (রংপুর) :

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজারে একটি আম গাছ নিয়ে চলছে নানা গুঞ্জন। যেকোন সময় ভেঙ্গে পরে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় রয়েছে এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা গেছে , বুড়িরহাট বাজারের পূর্ব কোনায় শতবর্ষী একটি আম গাছ রয়েছে। সেই আম গাছটি ৯৫ শতাংশ মৃতপ্রায়। গাছের কোটরে উইপোকা বাসা বেঁধে খোকলা করে দিয়েছে । যেকোন সময় ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে। ওই আম গাছের নিচে বসবাসরত মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিনের পরিবার। অনেক আতংকে চলাচল করেন বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধার স্ত্রী হওয়া মাই।

মুক্তিযোদ্ধার সন্তানদের অভিযোগ, ইউএনও রাসেল মিয়ার সাথে মুঠফোনে একধিকবার মরা গাছটির ব্যাপারে কথা বলেছি। উনি এই বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। এছাড়াও সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট কে একাধিকবার বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে জানালেও তিনি সুরাহার কোন পদক্ষেপ গ্রহণ করেননি।

বুড়িরহাট বাজারের মাদ্রাসার ওপর হেলে পরা মরা ওই গাছটির নিচ দিয়ে মাদ্রাসার শতাধিক ছাত্র চলাচল করে । মাদ্রাসার মুহতামিম অহিদুল ইসলাম বলেন , মরা গাছের ডালপালা মাঝে মাঝে ভেঙ্গে পরে । সে জন্যে খুব সতর্কতার সাথে ছাত্রদের চলতে বলি । কিন্তু এভাবে ভয়ে আর কতদিন থাকব আমরা । ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে অন্তত গাছটির ব্যবস্হা গ্রহণ করা উচিত ।

 

আরও খবর

Sponsered content