প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২২ , ৫:২৩:৪৮ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্কঃ
ক্যারিয়ারের সেরা ছন্দে রয়েছেন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি মৌসুমে ব্যাট হাতে ধারাবাহিক রান করে যাচ্ছেন এই তারকা ওপেনার।
ঢাকা লিগের চলতি মৌসুমের সুপার লিগের দ্বিতীয় ম্যাচে সাইফ হাসানের ৮১৪ রানের রেকর্ড ছাড়িয়ে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকের্ড গড়েন বিজয়।
মঙ্গলবার রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে ঢাকা লিগের এক মৌসুমে প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এ তারকা ব্যাটার।
আজ বিকেএসপির মাঠে নিজের ১৪তম ইনিংসে ছাড়ালেন ১ হাজার রানের গণ্ডি। ৯৩০ রান নিয়ে মঙ্গলবার সুপার লিগের চতুর্থ রাউন্ডে মাঠে নেমেছিলেন বিজয়। ৭০ রান করতেই বিজয় ছুঁয়ে ফেললেন হাজার রানের মাইলফলক।
লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে ঢাকা লিগে এক মৌসুমে এক হাজার রানের রেকর্ড গড়লেন ডানহাতি এ ওপেনার।