দেশজুড়ে

আগৈলঝাড়ায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২০ , ৩:৩০:৫৩ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়ায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির  প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ চত্তরের স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে ।

আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যেগে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল হাশেম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঢাকা বিসিএসআইআর-এর প্রিন্সিপাল সায়োন্টিফিক কর্মকর্তা ডক্টর মো.আহসান হাবীব, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা আ.লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউনিয় পরিষদ চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্রি প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by