খেলাধুলা

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

  প্রতিনিধি ২৮ জুন ২০২২ , ৭:৩২:২৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। সিরিজটি আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে।

আজ মঙ্গলবার (২৮ জুন) ২০২২-২৩ সালের সূচির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

সূচি অনুযায়ী, আগামী ৭ অক্টোবর বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে সিরিজ। পরদিন ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ।

পরে আগামী ৯ অক্টোবর মাঠে গড়াবে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচটি। এরপর আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় লেগের ম্যাচ। এদিন নিউজিল্যান্ড খেলবে পাকিস্তানের বিপক্ষে।

আগামী ১২ ও ১৩ অক্টোবর বাংলাদেশ যথাক্রমে লড়বে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। এরপর আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হ্যাগলি ওভালে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ছাড়া সবগুলো ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। আর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে বেলা ১১টায়।

এছাড়া ডিসেম্বরের শুরুতে বাংলাদেশের নারী দলের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা।

আরও খবর

Sponsered content

Powered by