খেলাধুলা

আইসিসির মাসসেরার মনোনয়ন পেলেন মুশফিক

  প্রতিনিধি ৬ জুন ২০২২ , ৬:১০:১০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ‘প্লেয়ার অব দা মান্থ’-এ মনোনয়ন পেয়েছেন মুশফিকুর রহিম।

আজ সোমবার (৬ মে) মে মাসের সেরা পুরুষ খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি।

এতে মুশফিকের সাথে মনোনয়ন পেয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস ও তার সতীর্থ পেসার অসিথা ফার্নান্দো।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ৩০৩ রান মুশফিক। সিরিজে দুটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও তিনি। তার মতোই দুটি সেঞ্চুরি করেন ম্যাথুস। তিনিও আছেন সেরার দৌড়ে। সিরিজের সর্বোচ্চ রান (৩৪৪) সংগ্রাহক হন তিনি।

একই সিরিজে বল হাতে জাদু দেখান অসিথা। সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন তিনি। সিরিজে ১৩ উইকেট শিকার করেছেন তিনি।