প্রতিনিধি ২৩ জুন ২০২২ , ৭:৩৬:২২ প্রিন্ট সংস্করণ
নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে নবনির্মিত পৌর ভবনের উদ্বোধন অনুষ্ঠানে নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বললেন দেশে যা কিছুর উন্নয়ন হচ্ছে সবকিছুর অবদানই প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নড়াইলে অনেক দিনের কাঙ্খিত পৌরসভার দ্বিতল বিশিষ্ট নব নির্মিত পৌর ভবনের উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, উকিল বারের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ফকরুল হাসান, জেলা সাংবাদিক ইউনিটি’র সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জামী, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুন্ডু, জেলা মৎস্য লীগের সভাপতি সাইফুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা ওয়াবুল আলম, সুধী সমাজ ও বিভিন্ন শ্রেণি পেশার জনগণ।