রংপুর

ঠাকুরগাঁওয়ে ৯৩ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২২ , ৭:১২:১৫ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে এসএসসি ৯৩ ব্যাচের স্বেচ্ছাসেবী বন্ধু সংগঠন ‘৯৩ ফাউন্ডেশন ঠাকুরগাঁও’ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার বিকেলে পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের বলাকা হলের সামনের রাস্তার ডিভাইডারে বিভিন্ন শোভাবর্ধন গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ওই স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ‘৯৩ ফাউন্ডেশন ঠাকুরগাঁও’ এর সদস্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডা. ফিরোজ জামান জুয়েল, ডা. মো. মজিদুল ইসলাম সোহেল, সহ. অধ্যাপক মো. সালেহুর রহমান, সহ. অধ্যাপক রাজ নারায়ন রায়, এ্যাড. মো. জাহিদ ইকবাল, সহ. শিক্ষক মো. আবু সারোয়ার জামান, মো. আব্দুল ওয়াহিদ মানিক, সুলতান হাবিব, মনোয়ার হোসেন, ডা: মাহমুদুল হাসান সোহাগ প্রমুখ। পৌর শহরের বাসস্ট্যান্ড মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত মাঝের ডিভাইডারের ফাঁকা অংশে শোভাবর্ধনে ২ শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।

 

আরও খবর

Sponsered content