প্রতিনিধি ১১ অক্টোবর ২০২২ , ৭:০২:৩৫ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ফিরে পেতে ঠাকুরগাঁও জেলায় তালবীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। মঙ্গলবার সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আ.লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তুলি, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সালন্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী, সালন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, সালন্দর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, পাবনা সুবজায়ন প্রকল্পের জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক মো. কামাল হোসেন প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২টি করে তাল গাছের চারা প্রদান করেন অতিথিরা।
পরে বিদ্যালয়ের পেছনে ২টি চারা রোপণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।